মির্জাপুরের কাঁচাবাজার গেল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৫ এপ্রিল ২০২১

মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত নিয়মিত কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই কাঁচাবাজার স্থানান্তর করা হয়। মাছের বাজার ও মুরগির দোকানও স্টেডিয়ামে আনা হয়েছে।

jagonews24

সরকারের নির্দেশনা মতে স্থানীয় প্রশাসন লকডাউন চলাকালীন কাঁচাবাজারটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তরের নির্দেশ দেন। বুধবার (১৪ এপ্রিল) বিকেল থেকে বাজার স্থানান্তরের কাজ শুরু হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা মতে কাঁচাবাজারটি স্থানান্তর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাঁচাবাজার ওই মাঠেই থাকবে।

এস এম এরশাদ/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।