স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ৫৭১ ব্যক্তিকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১৬ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় গত ১১ দিনে ৫৭১ ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের কাছ থেকে এক লাখ ৭১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহম্মেদ।

তিনি জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোট ছয়টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় মাস্ক না পরা, নিরাপদ দূরত্ব বজায় না রাখা, লকডাউন উপেক্ষা করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন অপরাধে ২৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৪০ ব্যক্তিকে মোট ১৩ হাজার ২০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া লকডাউন বাস্তবায়নে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি প্রতিপালন ও সামাজিক দূরত্ব বজায় রাখতে আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।