আইসিইউতে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৬ এপ্রিল ২০২১

ফুসফুসের সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে রয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য হোসনে আরা লাভলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেশ কিছুদিন যাবত ফুসফুসের সমস্যায় ভুগছিলেন আমজাদ হোসেন মিলন। গত শনিবার (১০ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে রয়েছেন। রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

এদিকে আমজাদ হোসেন মিলনে অসুস্থতায় দলীয় নেতাকর্মীরা ভেঙে পড়েছেন। দলের পক্ষ থেকে তার রোগ মুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।