তোশক ব্যবসায়ীর সততা, কুড়িয়ে পাওয়া ৬ লাখ বুঝিয়ে দিলেন মালিককে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:০১ পিএম, ১৬ এপ্রিল ২০২১

রাস্তায় কুড়িয়ে পাওয়া ছয় লাখ টাকা পুলিশের হাতে তুলে দিলেন বেলাল হোসেন নামের ফেনীর এক তোশক ব্যবসায়ী। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে তিনি তার বাড়িতে পুলিশের হাতে এ টাকা তুলে দেন।

পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল যোগে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন শহরের প্রত্যয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলাউদ্দিন খোন্দকার জুয়েল। এসময় ওই সড়কের ফায়ার সার্ভিস অফিস এলাকায় মোটরসাইকেল থেকে তার টাকার ব্যাগটি ছিটকে পড়ে গেলে দুই কিশোর কুড়িয়ে টাকাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে পাশেই রিকশায় থাকা তোশক ব্যবসায়ী বেলাল হোসেন টাকাগুলো নিজের দাবি করে কিশোরদের থেকে নিয়ে নেন। পরে তিনি এ টাকা তার গ্রামের বাড়ি ধর্মপুর ইউনিয়নের জোয়াড় কাছাড় গ্রামের কয়েকজনকে জানান এবং সিদ্ধান্ত নেন টাকাগুলো থানায় জমা দেবেন।

jagonews24

এদিকে টাকা হারিয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ব্যবসায়ী জুয়েল। বর্ণনা অনুযায়ী পুলিশ টাকা উদ্ধারে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ থেকে তোশক ব্যবসায়ী বেলাল হোসেনকে শনাক্ত করে রাতেই তার গ্রামের বাড়িতে যায়। সেখানে বেলাল পুলিশকে বিস্তারিত ঘটনা বলে রাস্তায় পাওয়া ছয় লাখ ১ হাজার ৫০০ টাকা বুঝিয়ে দেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায় জানান, হারানো টাকাগুলো উদ্ধারের জন্য পুলিশের চৌকস সদস্য উপপরিদর্শক (এসআই) মশিউর রহমানকে দায়িত্ব দেয়া হয়। তিনি রাতেই টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসেন। শুক্রবার (১৬ এপ্রিল) অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দারের উপস্থিতিতে ব্যবসায়ী জুয়েলের হাতে হারিয়ে যাওয়া টাকাগুলো তুলে দেয়া হয়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, হারানো টাকা যিনি পেয়েছেন তার সততা আর পুলিশ সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এটি উদ্ধার করে দ্রুত ব্যবসায়ীর হাতে হস্তান্তর করতে পেরে আমি কৃতার্থ। এতে করে পুলিশের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।