৩ শতাধিক দুস্থ-অসহায়দের ইফতার করালো নরসিংদী যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১৭ এপ্রিল ২০২১

 

নরসিংদীতে তিন শতাধিক গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় নরসিংদী যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ইফতার বিতরণ করা হয়।

এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

jagonews24

নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ, যুবলীগের সদস্য নাদিম উদ্দিন সোজাল, জেলা যুবলীগের যুগ্ম-সম্পাদক নাসির মোল্লা, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম মিতু, প্রচার সম্পাদক সঞ্জয় গোস্বামী এলটন, দফতর সম্পাদক মানসুর রহমান প্রমুখ।

সঞ্জিত সাহা/এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।