ফেসবুকে উসকানিমূলক মন্তব্য, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৮ এপ্রিল ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক মন্তব্যের দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে খাগড়াছড়ির অমিত আচার্য্য (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) রাত ৯টায় শহরের বটতলী এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।

আটক অমিত আচার্য্য (২৮) শহরের রূপনগর এলাকার মিহির আচার্য্যের ছেলে।

অমিত আচার্য্য ঋদ্ধ ঋষি ছদ্মনামে ফেসবুক আইডি পরিচালনা করতেন। শনিবার সন্ধ্যায় ওই প্রোফাইল থেকে ইসলাম ধর্মীয় বক্তা মো. মিজানুর রহমান আজহারীর একটি ভিডিওতে উসকানিমূলক মন্তব্য করেন তিনি।

অমিত আচার্য্যের এ মন্তব্যটি তাৎক্ষণিক ভাইরাল হয়ে যায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে ফেসবুকজুড়ে। পরে তিনি নিজ এলাকা ছেড়ে বটতলী এলাকায় পালিয়ে যান। গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বলেন, ‘ফেসবুকে করা অমিতের মন্তব্যটি উসকানিমূলক ছিল। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে’।

মুজিবুর রহমান ভুইয়া/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।