টাঙ্গাইলে নগদ টাকাসহ ১৩ জুয়ারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:০২ পিএম, ১৮ এপ্রিল ২০২১

 

টাঙ্গাইলে নগদ টাকাসহ ১৩ জুয়ারিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১৮ এপ্রিল) ভোরে শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার এস এস যুব সংঘের ক্লাবঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

jagonews24

গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল পৌর শহরের বেড়াডোমা এলাকার মৃত দেলু মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (২৫), ওই এলাকার মো. আবুল কাশেমের ছেলে মো. সোহেল মিয়া (৩০), মইশা নন্দলাল গ্রামের মৃত ইমান আলীর ছেলে মো. আমিনুল ইসলাম (২৫), পশ্চিম আকুরটাকুর পাড়ার মো. ইমান আলীর ছেলে মো. উসমান গনি (২৮), মৃত কদম আলীর ছেলে মো. ফিরোজ মিয়া (৪৮), মো. সুজন মিয়ার ছেলে রিফাত মিয়া (১৯), মো. ফজল বেপারীর ছেলে আ. রহমান (২৫), মৃত উমর আলীর ছেলে রানা মিয়া (২৬), মো. আবুল হোসেনের ছেলে ইমন মিয়া (২০), শ্রী দুলাল চুহাংগের ছেলে রিপন চুহাংগ (২০), মো. হযরত বেপারীর ছেলে আমিন মিয়া (২৪) এবং মো. আ. রাজ্জাকের ছেলে শাকিল মিয়া (২৮) ও মো. শাওন মিয়া (১৯)।

jagonews24

টাঙ্গাইল র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এরশাদুর রহমান আরো জানান, পরিচালিত অভিযানে এক বান্ডেল তাস ও নগদ ১১ হাজার ৭৩০ টাকা পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।