রেজিস্ট্রেশনবিহীন ওষুধ উৎপাদন : বিটাসকে এক লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৬:০০ পিএম, ১৮ এপ্রিল ২০২১

রেজিস্ট্রেশনবিহীন ওষুধ (ট্যাবলেট) উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালসকে (আয়ুর্বেদিক) এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৮ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের ঘাটাইলে এ অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ (ট্যাবলেট) উৎপাদন করায় মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

jagonews24

র‍্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

jagonews24

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) নামের একটি প্রতিষ্ঠানে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ উৎপাদন হচ্ছে। নিশ্চিত হয়ে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। রেজিস্ট্রেশনবিহীন ওষুধ উৎপাদনের অপরাধে মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ওষুধ আইন ১৯৪০ এর ২৭ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন ঘাটাইল উপজেলার বীর ঘাটাইল গ্রামের মো. রফিজ উদ্দিনের ছেলে।

আরিফ উর রহমান টগর/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।