হাতবাঁধা অবস্থায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:১৯ এএম, ২০ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে সাদিয়া আক্তার সেতু নামের এক প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকায় স্বামীর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার হাতবাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত সাদিয়া উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের সেলিম মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, দুই বছর আগে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. ওয়াজেদ আলীর সঙ্গে একই উপজেলার সাদিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে সাদিয়ার সঙ্গে স্বামীর বাড়ির লোকজনের সম্পর্ক ভালো যাচ্ছিলো না।

রমজানের কয়েক দিন আগে সাদিয়া শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে আসেন। দুইদিন আগে শ্বশুরবাড়িতে ফিরে যান।

সাদিয়ার বাবা সেলিম মিয়া ও পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় সাদিয়াকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওড়না দিয়ে দুই হাত পেছনে বাঁধা অবস্থায় ফাঁসিতে ঝুলানো লাশ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিম খান বলেন, দুই হাত ওড়না দিয়ে পেচানো অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

তিনি আরো বলেন, এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এস এম এরশাদ/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।