করোনা সচেতনতায় ব্যতিক্রমধর্মী প্রচারণায় অটোরিকশা চালক ফরিদ
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে চলছে লকডাউন। দেশে এমন পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন মহল চালাচ্ছে সচেতনামূলক প্রচারণা। এরই প্রেক্ষিতে পিরোজপুরে পাতার তৈরি পোশাক পরে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালাচ্ছেন অটোরিকশা চালক ফরিদ।
সরকার থেকে লকডাউন ঘোষণার শুরুর দিন (১৪ এপ্রিল) থেকেই পিরোজপুর সদরে এ প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফরিদ। এসময় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলাচল করা লোকজন ও অটোরিকশার চালক ও যাত্রীদের সচেতনমূলক পরামর্শ দেন তিনি।
রমজানের বাজার করতে আসা মোফাজ্জেল হোসেন বলেন, শহরে এসে দেখলাম ফরিদ করোনা সচেতনতা বৃদ্ধির জন্য ভিন্নধর্মী এক প্রচারণার করছে। এটি একটি প্রশংসামূলক উদ্যোগ।
অটোরিকশা চালক ফরিদ বলেন, মানুষকে লকডাউন মানতে বলা অথবা স্বাস্থ্যবিধি মেনে চলতে বলার চেয়ে করোনার বিপদ সম্পর্কে জানালে তা মনে গেঁথে যাবে। এতে তারা আরো বেশি সচেতন হবে- এ ভাবনা থেকে এই ব্যতিক্রমধর্মী আয়োজন।
তিনি আরো বলেন, লকডাউনে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আয়-রোজগারে কষ্ট হচ্ছে। তবুও আমরা যদি কিছুদিন কষ্ট সহ্য করে সরকার ঘোষিত নির্দেশনা মেনে চলি তাহলে করোনার অভিশাপ থেকে রক্ষা পাবো।
এসএমএম/এএসএম