মন্ত্রীর নির্দেশে ঘর মেরামতের সহযোগিতা পেলেন সেই আনারুল
লালমনিরহাটের কালীগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত দিনমজুর আনারুল ইসলামের (৬৫) ঘর মেরামতের জন্য টিন ও অর্থ দিয়েছেন উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ এপ্রিল) সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নির্দেশে দুই বাণ্ডিল টিন ও ছয় হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ
এর আগে অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে ‘খোলা আকাশের নিচে দিন কাটছে ঝড়ে ক্ষতিগ্রস্তদের’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের নজরে পড়ে। তাৎক্ষণিক তিনি ক্ষতিগ্রস্ত আনারুল ইসলামকে টিন ও অর্থ প্রদানের নির্দেশ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান তার হাতে টিন ও চেক তুলে দেন।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলার কাশীরাম হাম-কুড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আনারুল ইসলামের টিনের ঘরটি ঝড়ে ভেঙে যায়। টাকা না থাকায় পরিবারটি তিনদিন ধরে খোল আকাশের নিচে পরিবার-পরিজন নিয়ে অনাহারে দিন কাটান।
টিন ও অর্থ পেয়ে খুশি ক্ষতিগ্রস্ত আনারুল ইসলাম। তিনি বলেন, এখন ঘরটি মেরামত করতে পারবো।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, মন্ত্রী মহোদয় নির্দেশে আমরা আনারুলের প্রয়োজনী ব্যবস্থা করে দিয়েছি। আনারুল ইসলাম সরকারি ঘর পাওয়ার যোগ্য হলে তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হবে।
মো. রবিউল হাসান/আরএইচ/জেআইএম