মোটরসাইকেল চোর চক্রের ১০ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২০ এপ্রিল ২০২১

অভিযান চালিয়ে গাজীপুর, জামালপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ১০ জন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. জাহাঙ্গীর আলম ওরফে মোল্লা জাহাঙ্গীর (৩৮), মো. বাবু (৩৫), মো. ওমর ফারুক ওরফে ডোম ফারুক (৩২), মো. সুমন (৪২), মো. অপু (২২), সেলিম (৪০), সাইদুল ইসলাম রানা (২২), রাহুল (২০), মো. সুমন মিয়া (৩০) ও শাকিল (২০)।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এই চক্র গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে ১২০টির অধিক মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেছে। এ সংক্রান্ত গাজীপুর মহানগরীর বিভিন্ন থানায় রুজু করা মামলায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে। এ ব্যাপারে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মোটরসাইকেল উদ্ধার অভিযান চলমান আছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।