বেল পাড়তে উঠে মৌমাছির কামড়ে প্রাণ গেল যুবকের
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকারপাড়া এলাকায় মৌমাছির কামড়ে খন্দকার বিপ্লব (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে বেলগাছে উঠে বেল পাড়ার সময় মৌমাছি কামড়ে আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মারা যাওয়া খন্দকার বিপ্লব কালিয়াকৈরের সিনাবহ খন্দকারপাড়া এলাকার মৃত খন্দকার মোশারফের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খন্দকার বিপ্লব হোসেন মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির পাশে বেল পাড়ার জন্য বেলগাছে ওঠেন। ওই গাছে মৌমাছির চাক ছিল। গাছে ওঠার সঙ্গে সঙ্গে মৌমাছির পাল তাকে আক্রমণ করে বসে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য (মেম্বার) আব্দুল মান্নান জানান, মৌমাছির কামড়ে বিপ্লব গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মো. আমিনুল ইসলাম/এসআর/জিকেএস