আরও এক মামলায় দুদিনের রিমান্ডে ‘শিশুবক্তা’ রফিকুল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২১ এপ্রিল ২০২১
ফাইল ছবি

উস্কানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসা ‘শিশুবক্তা’ রফিকুল ইসলামের আরও একটি মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে বুধবার (২১ এপ্রিল) দুপুরে ভার্চুয়ালি গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন। গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, বিতর্কিত রফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় মোস্তাফিজুর রহমান বাসন থানায় গত ১১ এপ্রিল ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড চাওয়া হয়। পরে ভার্চুয়ালি কোর্টের মাধ্যমে শুনানি শেষে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার সকালে বিস্ফোরক মামলায় রফিকুল ইসলামের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ময়মনসিংহের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই।

গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটকের পর গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র্যাব। এরপর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।