দুই মাসের অন্তঃসত্ত্বাকে তিন বন্ধু মিলে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২১ এপ্রিল ২০২১

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জামতলা এলাকার একটি বাসায় আটকে রেখে দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করেছেন তিন বন্ধু।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, পূর্ব পরিচিত হওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা নারীকে সিয়াম ফোন করে সখীপুরে ডেকে নিয়ে যান। পরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সিয়ামের চাচাত ভাইয়ের বাসায় আটকে রেখে সিয়াম ও তার দুই বন্ধু জয় (২০) এবং সুমন (২১) মিলে রাতভর ধর্ষণ করেন।

বুধবার ভোরে সিয়াম মোটরসাইকেলযোগে ওই গৃহবধূকে বাড়িতে পৌঁছে দিতে যান। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তার চিৎকারে স্থানীয় লোকজন সিয়ামকে আটক করে পুলিশে দেয়। আহত গৃহবধূক প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সত্যতা নিশ্চিত করে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) লুৎফুল কবির বলেন, ‘এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।’

আরিফ উর রহমান টগর/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।