কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৩ এপ্রিল ২০২১

গাজীপুরে বোরো মৌসুমের ধান কাটা শুরু হয়েছে। তবে করোনা মহামারিতে লকডাউনের কারণে যানবাহন বন্ধ থাকায় কৃষি শ্রমিক সংকটে পড়েছেন কৃষকরা। এজন্য সময় পেরিয়ে গেলেও পাকা ধান ঘরে তুলতে পারছেন না তারা। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের সাকাশ্বর এলাকার কৃষক মিলন মিয়ার তিন বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে ছাত্রলীগের ৩০-৩৫ নেতাকর্মী অংশ নেন।

ছাত্রলীগ নেতা মো. রাকিব হোসেন বলেন, করোনা মহামারিতে কৃষকরা যখন তাদের পাকাধান কাটা নিয়ে শঙ্কায় আছেন, তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ। আমরা কৃষক মিলন মিয়ার তিন বিঘা জমির ধান কেটে দিয়েছি। এতে তার মুখে স্বস্তির হাসি দেখে সত্যিই আমাদের ভালো লেগেছে।

কৃষক মিলন মিয়া বলেন, দুঃসময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের এ অবদান সবসময় মনে থাকবে।

মো. আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।