বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ, থানায় নানার অভিযোগ
শরীয়তপুরের ডামুড্যার শিধলকুড়া এলাকায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডামুড্যা থানায় একটি অভিযোগ দেয়েছে ভুক্তভোগী।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আরিফ সরদার (২২) শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারি গ্রামের মৃত রাসেল সরদারের ছেলে। তিনি ঢাকার কালীগঞ্জে দর্জির কাজ করেন।
পুলিশ জানায়, ১৯ বছরের ওই তরুণীর মা-বাবা না থাকায়, ছোট থেকেই নানা বাড়িতে থাকেন। ওই তরুণীর সঙ্গে আরিফ সরদারের ছয় মাসের প্রেমের সম্পর্ক। সেই সুবাদে ২৩ এপ্রিল রাতে আরিফ তার সঙ্গে দেখা করতে আসেন। ঘরে ঢুকে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ করে
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা আরিফকে ঘরে আটকে রেখে তার পরিবারকে খবর দেয়।
রাতেই দুই পরিবার ও এলাকাবাসী মিলে শনিবার (২৪ এপ্রিল) বিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। পরে আরিফকে তার ফুফা মহিউদ্দিন সরদারের জিম্মায় দেয়া হয়। কিন্তু আরিফ পালিয়ে যায়।
তাই শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ওই তরুণীর নানা আরিফের বিরুদ্ধে ডামুড্যা থানায় অভিযোগ দেন।
ডামুড্যা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জাগো নিউজকে বলেন, মেয়ের নানা থানায় এসে অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় মামলা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মো. ছগির হোসেন/এএইচ/এএসএম