সিরাজগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:০৪ পিএম, ২৪ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ রাশেদুল ইসলাম কেতু (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাশেদুল ইসলাম কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার সোলায়মান আলী মণ্ডলের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাশেদুল ইসলামকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় অস্ত্র আইনে মামলার পর সন্ধ্যার আগে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।