ছাত্রলীগ নেতাকে মারধর, জামায়াত-বিএনপির ৩ নেতাকর্মী গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র জামায়াত-বিএনপির নেতাকর্মীদের হামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার তাড়াশ মাদরাসা রোডের ওয়ালটন শোরুমের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শামিম আহম্মেদ আকাশ, সাকলাইয়েন হোসেন সাগর (২২), আকাশ (১৮) ও শাহরিয়ার হোসেন সৌরভকে (১৫) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আহত হয়েছেন তাড়াশ রির্পোটাস ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এম মামুন হুসাইন, ছাত্রলীগ নেতা রাসেল, সালমান, সাগর আহমেদ ও শুভসহ অন্তত ১০ জনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় উপজেলার মাদরাসা রোড এলাকায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল সাজ্জাদ। এসময় সাগর আহমেদ নামের এক যুবক তাকে এভাবে চালাতে নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এ ঘটনার জেরে রাতে জামায়াত নেতা আব্দুল হাই, বিএনপি নেতা সেলিম, ছাত্রদলের নেতা আলভি, ফখরুল, শামীম, পলাশ, মিন্টু, শিপন, আলামিন, টনি ও সাজ্জাতের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে সাগরের ওপর হামলা চালায়। এসময় শামীম আহমেদ আকাশসহ অন্যান্য নেতাকর্মীরা তাদের বাধা দিতে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতেই ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বড় ভাই সোহেল রানা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুল্লাহ হাবিব বলেন, এ ঘটনায় আহত ছাত্রলীগ নেতার বড় ভাই সোহেল রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পরই অভিযান চালিয়ে আব্দুল হাই, পলাশ ও আলভী নামের তিন আসামিকে গ্রেফতার করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এমএস