সিরাজগঞ্জে হামলা-ভাঙচুরের ঘটনায় কাউন্সিলর আরজু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:০৮ পিএম, ২৫ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ওয়ার্ডে পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৌর কাউন্সিলর আরজুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) সকাল ১১টায় সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরজু সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক ও মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, পৌর কাউন্সিলর আরজুর বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও মারপিটের অভিযোগে দুটি মামলা হয়েছে। এসব মামলায় রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।