বিস্ফোরক মামলায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:০৯ পিএম, ২৫ এপ্রিল ২০২১

পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন গেন্দু কাজি ও সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে কালকিনি পুলিশ লক্ষিপুর ইউনিয়নের আলাদা আলাদা স্থান থেকে গ্রেফতার করে মাদারীপুর আদালতে পাঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর ইউনিয়নে বেশ কয়েক বছর ধরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পক্ষ বিপক্ষ তৈরি হয়। সে সময় থেকে আজ পর্যন্ত ইউনিয়নের কয়েক বংশ মিলে দুটি দলে বিভক্ত হয়। এরই জেরে গত শুক্রবার রাতে লক্ষীপুর বাজারে প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।

দেশীয় অস্ত্রসহ ব্যাপক পরিমাণে বোমা ছুড়ে উভয়পক্ষ। এতে পুলিশসহ উভয় দলের ২২-২৫ জন গুরুতর আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সংঘর্ষে কোটি টাকার মালামালসহ দোকানপাট ও বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

পরদিন সকালে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আলী হোসেন বাদী হয়ে দুই চেয়ারম্যানসহ অনেকের নামে থানায় বিস্ফোরক মামলা দায়ের করেন। রোববার সকালে খাশেরহাট তদন্তকেন্দ্রের আইসি ও মামলার আইয়ু আবদুল্লাহ আল মামুন একটি টিম নিয়ে তাদের আলাদা আলাদা স্থান থেকে গ্রেফতার করেন। এলাকায় শান্তি বজায় রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘বিস্ফোরক মামলায় দুই চেয়ারম্যানসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকা এখন শান্ত ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

একে এম নাসিরুল হক/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।