টয়লেটে মিলল নবজাতকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:০০ এএম, ২৬ এপ্রিল ২০২১

গাজীপুরের সদর উপজেলার মনিপুর তালতলি এলাকায় একটি বাড়ির টয়লেটের কমোডে মিলল অজ্ঞাত এক নবজাতকের মরদেহ। তবে বাড়ির মালিক আসার আগে স্থানীয় কয়েকজন ওই মরদেহ পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে দ্রুত সৎকার করে।

খবর পেয়ে রোববার (২৫ এপ্রিল) দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, ‘ভাড়া বাসার টয়লেটের ভেতর কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে ভাড়াটিয়ারা বাসার মালিক সাত্তার কাজীকে খবর দেন। তিনি আসার আগেই স্থানীয় কয়েকজন এসে তড়িঘড়ি করে বাসা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জঙ্গলের ভেতরে নিয়ে নবজাতকের দেহ সৎকার করেন। এমন খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিচাপা দেয়া অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। নবজাতকের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে বাসার মালিক সাত্তার কাজীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মো. আমিনুল ইসলাম/এসজে/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।