পুকুরে গোসলে নেমে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২৬ এপ্রিল ২০২১
ফাইল ছবি

সিরাজগঞ্জের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর শাহাদত হোসেন (৩০) নামের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় তাড়াশের ওয়াশিন গ্রামের পুকুর থেকে মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত কৃষি শ্রমিক শাহাদত পাবনার আতাইকুলা এলাকার আজমত হোসেনের ছেলে।

মাধাইনগর ইউপি সদস্য সাইদুর রহমান বলেন, এক সপ্তাহ আগে শাহাদত হোসেনসহ ১৫-২০ শ্রমিক কৃষিকাজ করার জন্য ওয়াশিন গ্রামের মিলন সরকারের বাড়িতে আসেন। রোববার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে শাহাদত নিখোঁজ হন।

তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে সোমবার দুপুরে পুকুরে শাহাদতের মরদেহ ভেসে উঠলে পুলিশে খবর দেয়া হয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ওয়াশিন গ্রামে গোসল করতে নেমে এক শ্রমিক নিখোঁজ হয়েছিলেন। সোমবার সকালে পুকুরে ভেসে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।