পিরোজপুরে ক্রেতাদের উপচেপড়া ভিড়, বালাই নেই স্বাস্থ্যবিধির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৬ এপ্রিল ২০২১

লকডাউনে ১৩ দিন বন্ধ থাকার পর পিরোজপুরে খুলছে দোকানপাট-শপিংমল। তবে ক্রেতা-বিক্রেতাদের কেউই তোয়াক্কা করছেন না স্বাস্থ্যবিধি। শহরের কাপড়ের দোকান থেকে শুরু করে কসমেটিক্স, পার্লার, গহনাসহ সকল দোকানেই ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকলেও কেউ মানছেন না সামাজিক দূরত্ব।

জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বলেন, দীর্ঘদিন পরে খুলে দেয়া হয়েছে দোকানপাট। তাই সকলের মধ্যেই একটা চাপ কাজ করছে। ব্যবসায়ীরা যেমন অনিয়ম করছেন তেমনি ক্রেতারাও অনেক অসচেতন। ফলে কিছুটা সমস্যা হচ্ছে। আমাদের ক্রেতা-বিক্রেতা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হয়ে চলতে হবে।

market1

এ বিষয়ে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা বিষয়টি চলমান রয়েছে। এরপরেও যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিষয়ে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।