হত্যার ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ, বাবা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ২৬ এপ্রিল ২০২১
প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে হত্যার ভয় দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ইব্রাহিম সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) উপজেলার বোর্ডমিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইব্রাহিম সরকার গাইবান্ধার গোবিন্দপুর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলায় স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, চিহ্নিত মাদকসেবী ইব্রাহিম। পরিবারের প্রতি তার কোনো দায়িত্ববোধ ছিল না। নিজে কোনো আয়-উপার্জনও করতেন না। তার স্ত্রী স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতেন। বাসায় স্ত্রীর অনুপস্থিতিতে তিনি ১৪ বছরের কিশোরী কন্যাকে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনাটি জানতে পেরে সোমবার সকালে ইব্রাহিমের স্ত্রী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করেন। পরে দুপুরে ইব্রাহিমকে গ্রেফতার করে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।