ছাত্রী ধর্ষণের অভিযোগে মাদরাসা পরিচালক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০১:২০ পিএম, ২৭ এপ্রিল ২০২১

মাদারীপুরের কালকিনিতে এক মাদরাসা ছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে মো. বিল্লাল বেপারী (৬০) নামের এক মাদরাসা পরিচালককে গ্রেফতার করেছেন পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) রাতে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে তাকে মাদারীপুর কারাগারে পাঠায় থানা পুলিশ।

অভিযুক্ত ধর্ষক বিল্লাল বেপারী কালকিনি উপজেলার সিরাজ বেপারীর ছেলে।

পুলিশ জানায়, উপজেলার এক হাফেজী মহিলা মাদরাসার ছাত্রীকে বিভিন্নসময় কুপ্রস্তাব দিয়ে আসছিলেন ওই মাদরাসার পরিচালক বিল্লাল বেপারী। একপর্যায় তিনি ওই ছাত্রীকে নিজ বসতঘরে নিয়ে হত্যার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

এসময় ওই ছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে মাদরাসার বোর্ডিং এ তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যান বিল্লাল। এ বিষয়টি দেখে ওই ছাত্রীর সহপাঠীরা তার খালাকে অবহিত করে।

পরে সোমবার রাতে ছাত্রীর খালা বাদী হয়ে থানায় মাদরাসার পরিচালক বিল্লাল বেপারীকে আসামি করে মামলা করেন।

মামলা দায়েরের পর ডাসার থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলীর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিবরিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিল্লাল বেপারীকে গ্রেফতার করেন।

ভুক্তভোগীর খালা বলেন, লম্পট বিল্লালের বিচার চাই। আর কেউ যেন এমন কাজ করতে সাহস না পায়।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর আসামি বিল্লালকে গ্রেফতার করা হয়েছে।

নাসিরুল হক/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।