ফেনীর নতুন সিভিল সার্জন রফিক উস-সালেহীন
ফেনী জেলা সিভিল সার্জনের পদটি দীর্ঘ দুই মাস শূন্য থাকার পর চিকিৎসক রফিক উস-সালেহীনকে পদায়ন করা হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক স্মারকে তাকে প্রদায়ন করা হয়। আগামী ২ মে তার ফেনীর সিভিল সার্জন পদে যোগদানের কথা রয়েছে।
এর আগে ১ মার্চ ফেনীর সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেনকে কুমিল্লায় বদলি করা হয়। এরপর থেকে দীর্ঘ দুইমাস ধরে এ পদে (ভারপ্রাপ্ত) সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএস মাসুদ রানা দায়িত্ব পালন করছেন।
ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত বছরের ২৭ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ফেনীর তখনকার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন। তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ২২ জুলাই কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর মোবারক হোসেনকে ফেনী সিভিল সার্জন পদে পদোন্নতি দেয়া হয়। আট মাস দায়িত্ব পালন শেষে চলতি বছরের ১ মার্চ কুমিল্লার সিভিল সার্জন পদে বদলি হলে ফেনীতে এ পদটি শূন্য হয়।
সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আবদুল মান্নান জানান, সম্প্রতি এক আদেশে কক্সবাজার সদর হাসপাতালের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক রফিক উস-সালেহীনকে ফেনী জেলা সিভিল সার্জন পদে যোগদান করতে নির্দেশনা দেয়া হয়েছে। তিনি ২ মে যোগদান করবেন বলে দফতরকে জানিয়েছেন।
২৪তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেয়া ডা. রফিক উস-সালেহীন ২০০৫ সালে কক্সবাজারে মেডিকেলে অফিসার হিসেবে যোগদান করেন। তার বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায়।
এসআর/জিকেএস