মুক্তিপণের দাবিতে অপহৃত শিশু উদ্ধার, যুবক গ্রেফতার
গাজীপুরে অপহরণের একদিন পর পাখি (৪) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ এপ্রিল) নগরীর ইটাহাটা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. সিরাজ (২২)। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মানিকদির পশ্চিমপাড়া এলাকার মো. বাবুল হোসেনের ছেলে। গাজীপুর মহানগরীর ইটহাটা এলাকার আসাদের বাড়ির ভাড়ায় থাকতেন তিনি।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, নগরীর তেলীপাড়া এলাকার আবদুল খালেকের বাড়িতে স্বামী-সন্তান নিয়ে ভাড়ায় থাকেন পোশাক শ্রমিক ঝুমুর বিশ্বাস। ওই বাড়ির পাশের রুমে ভাড়া থাকেন কুমিল্লার মুরাদনগর থানার শুশুন্ডাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে মো. রহমত উল্লাহ (২৬)। একই বাড়িতে থাকার সুবাদে ঝুমুর বিশ্বাসের পরিবারের সাথে রহমত উল্লাহর সখ্যতা গড়ে ওঠে। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝুমুর বিশ্বাসের মেয়ে পাখিকে নিয়ে দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন রহমত উল্লাহ। দীর্ঘ সময়ও রহমত বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন ঝুমুর বিশ্বাস। একপর্যায়ে ওইদিন দুপুর দেড়টার দিকে ঝুমুর বিশ্বাসের স্বামী লিটন বিশ্বাসের মোবাইল কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। অন্যথায় শিশুটিকে হত্যার হুমকি দেয়া হয়। পরে অপহরণকারীদের দেয়া মোবাইলে পাঁচ হাজার টাকা পাঠানো হয়।
মঙ্গলবার বিকালে ঝুমুর বিশ্বাস বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন বাসন থানায় অভিযোগ দিলে পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযান চালায়। প্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে অপহরণ চক্রের মূলহোতা সিরাজকে নগরীর ইটাহাটা থেকে গ্রেফতার করে শিশুটিকে উদ্ধার করা হয়।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম