ভাঙ্গুড়ায় কৃষকের কাছ থেকে ৮১৩ মে. টন ধান কিনবে সরকার
পাবনার ভাঙ্গুড়ায় সরকারিভাবে কৃষকের কাছ থেকে সরাসরি বোরো ধান কেনা শুরু হয়েছে। এতে সরকারিভাবে প্রতি কেজির মূল্য দেয়া হচ্ছে ২৭ টাকা দরে।
বুধবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সরকারি খাদ্য গুদাম চত্বরে এক কৃষকের কাছ থেকে ১ হাজার কেজি ধান কিনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. বাকী বিল্লাহ ও পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল।
উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলমসহ প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন আক্তার জানান, উদ্বোধনী দিনে উত্তর সারুটিয়ার কৃষক মোক্তার হোসেন এর কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে ১ হাজার কেজি ধান কেনা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা দরে আগামী ৩১ আগস্ট পর্যন্ত ভাঙ্গুড়া উপজেলায় ৮১৩ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।
আমিন ইসলাম/এসজে/জিকেএস