এক টাকায় খাবার পেলেন ৯০ অসহায়
সিরাজগঞ্জে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এক টাকায় খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘১ টাকায় অন্ন’।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের মুক্তির সোপানে ৯০ জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অসহায়, দরিদ্র পথশিশু ও নারী-পুরুষ এক টাকার বিনিময়ে এসব খাবার সংগ্রহ করেন। খাবার মেনুতে ছিল ভাত, মুরগির মাংস, ডাল, ভর্তা ও সালাদ।

এক টাকায় খাবার দেয়া প্রসঙ্গে সংগঠনের প্রধান আল-মামুন বলেন, আমাদের টিউশনির টাকা থেকে এই মানুষগুলোকে এক টাকার বিনিময়ে খাবার দেই। এক টাকায় দেয়ার কারণ তারা যেন না ভাবে ভিক্ষা বা দান দিচ্ছি। তারা যেন মনে করে এক টাকায় খাবার কিনে খাচ্ছি।

তিনি আরও বলেন, এভাবে মাসে তিন থেকে চারবার আমরা এক টাকায় খাবার বিতরণ করে থাকি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা প্রতিদিন অসহায় মানুষদের এক বেলার জন্য হলেও খাবারের ব্যবস্থা করতে পারব।

মামুন জানান, ২০২১ সালের ১ জানুয়ারি তাদের সংগঠনটি যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটিতে ছয়জন স্বেচ্ছাসেবী রয়েছেন। তারা হলেন- আল-মামুন, জুবায়ের, বরাত, মামুন, জাহিদ ও ইয়ামিন।
বিএ/জেআইএম