এক টাকায় খাবার পেলেন ৯০ অসহায়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৮ এপ্রিল ২০২১

সিরাজগঞ্জে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে এক টাকায় খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘১ টাকায় অন্ন’।

jagonews24

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের মুক্তির সোপানে ৯০ জন অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

jagonews24

অসহায়, দরিদ্র পথশিশু ও নারী-পুরুষ এক টাকার বিনিময়ে এসব খাবার সংগ্রহ করেন। খাবার মেনুতে ছিল ভাত, মুরগির মাংস, ডাল, ভর্তা ও সালাদ।

jagonews24

এক টাকায় খাবার দেয়া প্রসঙ্গে সংগঠনের প্রধান আল-মামুন বলেন, আমাদের টিউশনির টাকা থেকে এই মানুষগুলোকে এক টাকার বিনিময়ে খাবার দেই। এক টাকায় দেয়ার কারণ তারা যেন না ভাবে ভিক্ষা বা দান দিচ্ছি। তারা যেন মনে করে এক টাকায় খাবার কিনে খাচ্ছি।

এক টাকায় খাবার পেলেন ৯০ অসহায়

তিনি আরও বলেন, এভাবে মাসে তিন থেকে চারবার আমরা এক টাকায় খাবার বিতরণ করে থাকি। সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে আমরা প্রতিদিন অসহায় মানুষদের এক বেলার জন্য হলেও খাবারের ব্যবস্থা করতে পারব।

jagonews24

মামুন জানান, ২০২১ সালের ১ জানুয়ারি তাদের সংগঠনটি যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটিতে ছয়জন স্বেচ্ছাসেবী রয়েছেন। তারা হলেন- আল-মামুন, জুবায়ের, বরাত, মামুন, জাহিদ ও ইয়ামিন।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।