ছাত্রলীগের সহ-সম্পাদক রেজাউল দল থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১৩ এএম, ২৯ এপ্রিল ২০২১

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এ বহিষ্কারাদেশ প্রদান করেন কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

উল্লেখ্য, বুধবার ছাত্রলীগ নেতা রেজাউল করিমকে একটি চাঁদাবাজির মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার বিরুদ্ধে টঙ্গীতে মাদক কারবারির অভিযোগ রয়েছে। মাদক সংক্রান্ত বিষয়ে সম্প্রতি এক নারী মাদক কারবারির সঙ্গে রেজাউল করিমের মোবাইল ফোনে কথোপকথন প্রকাশ পায়।

আমিনুল ইসলাম/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।