ফিরে এলেন ৪৩৯ বাংলাদেশি, কোয়ারেন্টাইন নিয়ে দুর্ভোগ
করোনার নতুন ভারতীয় ভ্যারিয়্যান্ট রোধে বাংলাদেশ সরকার দু’দেশের মধ্যে স্থলপথে যাত্রী যাতায়াত ১৪ দিন বন্ধ ঘোষণা করলেও আটকে পড়া যাত্রীরা দূতাবাসের অনুমতি নিয়ে ফিরছেন নিজ নিজ দেশে।
নিষেধাজ্ঞা দেয়ার পর গত সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে বুধবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভারতে আটকে পড়া ৪৩৯ জন বাংলাদেশি বেনাপোল স্থলপথ দিয়ে দেশে ফিরেছেন।
আগত বাংলাদেশিদের মধ্যে তিনজনের করোনা পজিটিভ ধরা পড়ে। এরা ভারতে গিয়ে করোনা আক্রান্ত হন। এদিকে বিপুল যাত্রী দেশে ফেরায় তাদের কোয়ারেন্টাইন নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।
জানা যায়, চিকিৎসা শেষে হাতে খরচের টাকা না থাকায় ভারত ফেরত বাংলাদেশিরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে অসহায় অবস্থায় দিন পার করছেন। তবে সরকারি নির্দেশনা মানতে তাদের বাধ্য হয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান বলেন, ভারত ফেরত বাংলাদেশিদের সবাইকে বেনাপোল বন্দর এলাকার সাতটি আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেখানে সব খরচ যাত্রীদের বহন করতে হচ্ছে। এছাড়া ফেরত আসা তিন করোনা পজেটিভ যাত্রীকে যশোর সদর হাসপাতালের করোনা ইউনিটের রেড জোনে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বিপুল যাত্রী দেশে ফেরায় তাদের কোয়ারেন্টাইন নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। নির্ধারিত হোটেলে দ্বিগুণ ভাড়া নেয়া হচ্ছে। খাবার দেয়া হচ্ছে নিম্নমানের।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব বলেন, দূতাবাসের ছাড়পত্র থাকায় আটকে পড়া যাত্রীদের ৪৩৯ জন ভারত থেকে ফিরেছেন। তবে নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বাংলাদেশী কোনো পাসপোর্টধারী যাত্রী নতুন করে ভারতে যাননি ও ভারত থেকেও কেউ বাংলাদেশে আসেননি।
মিলন রহমান/এসএমএম/জিকেএস