ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ২৯ এপ্রিল ২০২১
ফাইল ছবি

ফেনীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে সোনাগাজী উপজেলা ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাসের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার মুতিগঞ্জ ইউনিয়নের ভোয়াড় এলাকার সাইদুল হকের ছেলে শাহাদাত হোসেন (৩৩) ও চাঁদপুরের হাজীগঞ্জ থানার মোহাব্বতপুর এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে সুলতান আহম্মদ (৪৭)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সোনাগাজী-ভূঞারহাট সড়ক হয়ে মোটরসাইকেলযোগে শহরে আসছিলেন শাহাদাত হোসেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি বালুভর্তি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পলাশ জানান, ট্রাক মালিকের সঙ্গে সমঝোতার মাধ্যমে নিহত শাহাদাতের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেইনের ছিলোনীয়া গ্রামের দাসের পোল এলাকায় অজ্ঞাত গাড়ি চাপায় সুলতান আহমদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।