দেশেই করোনার টিকা উৎপাদন হবে : চিফ হুইপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০২১

দেশেই করোনাভাইরাসের টিকা উৎপাদন হবে বলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের শিবচরে হতদরিদ্র ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফর নগদ অর্থ সহায়তা প্রদানকালে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ যখন করোনাভাইরাসের টিকা দিতে পারে নাই তখন থেকে আমাদের দেশে টিকা দেয়া শুরু হয়েছে। ভারত থেকে আমরা টিকা আনতাম। কিন্তু ভারতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশেই টিকা উৎপাদনের উদ্যোগ নিয়েছেন।

চিফ হুইপ বলেন, শিবচরের ২৬ হাজার ২২ জনের মাঝে ১১ কোটি ৭ লাখ ৯ হাজার ৯শ টাকা বিতরণ হবে।

তিনি আরও বলেন, করোনা মোকাবেলা করেই দেশের চলমান উন্নয়ন ও অর্থনীতি গতিশীল রাখতে হবে। সবাইকে মাস্ক পড়তে হবে, সামাজিক দূরত্ব মানতে হবে। ভ্যাকসিন দেয়ার সুযোগ আসলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে।

পৌর মেয়র আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

একেএম নাসির হক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।