কুমিল্লায় করোনায় ৩ জনের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তারা মধ্যে তিনজনই পুরুষ। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৪ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৯ রোগী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ২৪ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ৪টায় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, শুক্রবার নতুন করে ৫৯ জনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার ৩১, আদর্শ সদরে চার, বুড়িচংয়ে পাঁচ, ব্রাহ্মণপাড়ায় এক, চান্দিনায় দুই, লাকসামে তিন, বরুড়ায় ছয়, দাউদকান্দিতে দুই, দেবিদ্বারে এক, নাঙ্গলকোটে তিন ও মুরাদনগরে একজন রয়েছেন।
এএইচ/এএসএম