ঘাঘট লেকে মিলল বস্তাবন্দী মানব কঙ্কাল
গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক থেকে মাথার খুলিসহ একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকিলে পুলিশ এই কঙ্কাল উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঘাঘট লেক। পানি শুকিয়ে যাওয়ায় শুক্রবার বিকিলে লেকে বস্তায় মোড়ানো একটি বস্তু দেখতে পান এক পথচারী। সন্দেহ হলে তিনি বস্তা নেড়ে মানবদেহের কঙ্কাল দেখতে পান। পরে পুলিশকে খবর দেন তিনি। খবর পেয়ে পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কালগুলো কয়েক বছর আগের।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে কঙ্কালগুলো উদ্ধার করা হয়েছে। তবে সেটি নারী না পুরষের কঙ্কাল তা এখনো জানা যায়নি।’
জাহিদ খন্দকার/ইএ