প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানি, ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০২ মে ২০২১

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী ও তার ছেলে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় এক সংসদ সদস্যকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় শরীফ ভূঁইয়া (৩৬) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শরীফ ওই এলাকার রুস্তম ভূঁইয়ার ছেলে ও মাছিহাতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন। তিনি বলেন, ‘শরীফ ভূঁইয়া ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।