শপিংমলে টাকা চুরি : যুবলীগ নেতার সেই স্ত্রী কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩৯ পিএম, ০২ মে ২০২১

শপিংমলে টাকা চুরির ঘটনায় হাতেনাতে আটক নোয়াখালী জেলা যুবলীগ নেতার স্ত্রী খুরশিদা রহমানকে (৩৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২ মে) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে হাজির করলে বিচারক মো. এমদাদের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক শোয়েব উদ্দিন খান খুরশিদাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) সহকারী উপপরিদর্শক (এএসআই) তারিকুল ইসলাম।

তিনি বলেন, স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ায় বিচারক আসামি খুরশিদাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। উদ্ধার টাকা আদালতের জিম্মায় রয়েছে।

jagonews24

আটক খুরশিদা সোনাপুরের মতিপুর গ্রামের মাওলানা গোলাম রহমানের বাড়ির মাহবুবুর রহমান বাবুর স্ত্রী। বাবু নোয়াখালী জেলা যুবলীগের সদস্য।

এরআগে শনিবার (১ মে) দুপুরে নোয়াখালী সুপার মার্কেট থেকে চুরিকৃত ৩৮ হাজার টাকাসহ তাকে ব্যবসায়ীরা হাতেনাতে আটক করে নোয়াখালীর সুধারাম মডেল থানায় সোপর্দ করেন। তার সঙ্গে থাকা দুইজন পালিয়ে যান।

পরে খুরশিদাসহ আসামিদের বিরুদ্ধে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির কার্যকরী পরিষদের সদস্য আবু সাঈদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।