ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ০২ মে ২০২১

মাদারীপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮। রোববার (২ মে) দুপুর আড়াইটার দিকে মধুখালী পৌরসভার চরমহিষাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মধুখালী উপজেলার কোরকদি ইউনিয়নের খোদাবাশপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো. মাসুম রানা এবং একই ইউনিয়নের রামদিয়া গ্রামের মো. তিলাম শেখের ছেলে মো. শহিদুল ইসলাম।

র‌্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে মধুখালী পৌরসভার চরমহিষাপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবা এবং অন্যান্য আলামতসহ আটকদের বিরুদ্ধে মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।