নিয়ম না মেনেই চলছিল স্পিডবোটটি, যাত্রীদের ছিল না লাইফ জ্যাকেট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১২:০৫ পিএম, ০৩ মে ২০২১

লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনা থাকলেও সে নিয়ম অমান্য করে চলে মাধারীপুরের শিবচরে বাল্কহেডের সাথে সংঘর্ষে ডুবে যাওয়া স্পিডবোটটি। দুর্ঘটনা কবলিত স্পিডবোটটির যাত্রীদের কেউই লাইফ জ্যাকেট পরিহিত ছিলেন না বলে জানিয়েছেন মাওয়া কোস্টগার্ড।

সোমবার (৩ মে) ভোরে শিমুলিয়া থেকে স্পিডবোটটি ছেড়ে এসে কাঁঠালবাড়ীর পুরাতন ঘাটে থেমে থাকা বালুবোঝাই একটি বাল্কহেডে ধাক্কা দিয়ে ডুবে যায়। এ সময় সব যাত্রী পানিতে পড়ে যান। পরে নদী থেকে একে একে ২৬ টি মরদেহ উদ্ধার করা হয়। এদের মধ্যে দুই শিশু ও নারী রয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযানে অংশ নেয়া মাওয়া কোস্টগার্ড স্টেশনের কমান্ডার মো. ফখরুল ইসলামের বরাতে গোয়েন্দা শাখার কর্মকর্তা রেদোয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ও নিহতদের কারো গায়ে লাইফ জ্যাকেট পাওয়া যায়নি। জীবিতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্পিডবোট শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়ার তথ্য পাওয়া গেলে ঠিক কখন নাগাদ ও কোন পয়েন্ট থেকে ছেড়ে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মাওয়া নৌপুলিশের ইনচার্জ সিরাজুল কবির জাগো নিউজকে জানান, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার নির্দেশনায় থাকলে সে নিয়ম উপেক্ষা করে অবৈধভাবে স্পিডবোটটি চলছিল। এটি কখন কোন স্থান হতে ছেড়ে গেছে সে বিষয়টি জানি না আমি।

আরাফাত রায়হান সাকিব/আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।