নিখোঁজের ৭ দিন পর বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৩ মে ২০২১
ফাইল ছবি

ফেনীতে নিখোঁজের সাত দিন পর মকবুল আহমেদ (৮৫) নামের এক বৃদ্ধে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) দুপুরের দিকে ফেনী শহরের পশ্চিম রামপুর এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সপ্তাহ খানেক আগে মকবুল আহমেদ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তার পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মসজিদের মাইক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সন্ধান চেয়েও কোনো ফল পাননি। সোমবার দুপুরের দিকে তার অর্ধগলিত মরদেহ রামপুর থেকে উদ্ধার করা হয়।

বৃদ্ধের ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা শারীরিকভাবে কিছুটা অক্ষম। কোথায়ও পড়ে গেলে নিজে নিজে উঠতে পারতেন না। এছাড়া তার কিছুটা মানসিক সমস্যাও ছিল। এর আগেও কয়েকবার তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে পুনরায় ফিরে এসেছিলেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশ পরিদর্শক ওমর হায়দার ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কীভাবে বৃদ্ধের মৃত্যু হয়েছে তা এখনো বলা যাচ্ছে না।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।