খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারাল শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৪ মে ২০২১

নোয়াখালীর সেনবাগে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে সাজেদুল ইসলাম অয়ন নামের দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৩ মে) বিকেল ৫টায় উপজেলার ৯নং নবীপুর ইউনিয়নের গোপালপুর জামানির নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ইসলাম অয়ন সেনবাগ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম সামিরের ছেলে।

স্থানীয়রা জানায়, অয়ন পরিবারের সদস্যদের অজান্তে ঘর থেকে বের হয়ে পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। পরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন।

একপর্যায়ে সন্ধ্যায় পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখা যায়। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একইদিন রাত ১০টায় শিশুটির জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, এ বিষয়ে পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। পারিবারিক কবরস্থানে ওই শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে।

এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।