১৬ হাজারে এক কাতলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৪:০১ পিএম, ০৪ মে ২০২১

চাঁদপুরে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজির কাতলা মাছ। মঙ্গলবার (৪ মে) বেলা ৩টায় ঘাটে মাছটি বিক্রি করা হয়।

মেঘনা নদীতে মাছ ধরা শেষে জেলেরা অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি নিয়ে ঘাটে আসেন। এসময় নিলামের মাধ্যমে ১৬ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়। এটি কিনে নেন আব্দুর রাজ্জাক নামের এক বিক্রেতা।

jagonews24

মাছটি বেশ বড় হওয়ায় তা দেখার জন্য ঘাটে উৎসুক জনতা ভিড় জমায়।

ক্রেতা মো. আব্দুর রাজ্জাক বলেন, আমি নিজেও একজন ছোট মৎস্য ব্যবসায়ী। কিন্তু মাছটি দেখে লোভ সামলাতে পারিনি তাই কিনে নিয়েছি।

jagonews24

বিক্রেতা আড়তদার মো. হারুন বলেন, এত বড় সাইজের মাছ আমাদের ঘাটে তেমন একটা আসে না। দীর্ঘদিন পর এ সাইজের একটি মাছ পাওয়া গেল।

নজরুল ইসলাম আতিক/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।