ধর্মীয় পোশাক পরে ফেনসিডিল পাচারের চেষ্টা, তবুও শেষ রক্ষা হলো না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৪ মে ২০২১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্মীয় পোশাক পাঞ্জাবি, পায়জামা ও টুপি পরে পাচারের সময় ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সুজন মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন মিয়া দিনাজপুরের বিরামপুর উপজেলার মামুদপুর গ্রামের সুন্দর মিয়ার ছেলে।

jagonews24

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে দিনাজপুরের ঘোড়ারঘাট উপজেলা থেকে ধর্মীয় পোশাক পরে মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জ আসছিলেন সুজন মিয়া। পথে চেক পোস্ট বসিয়ে পুলিশ তার মোটরসাইকেল তল্লাশি করে। এসময় মোটরসাইকেলের সিট কভার ও সাইড কভারের নিচে অভিনব কৌশলে ফিটিং করে রাখা ৪৯ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জাহিদ খন্দকার/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।