অনিয়মের দায়ে কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০৪ মে ২০২১

নানা অনিয়মের অভিযোগে কুমিল্লায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

jagonews24

তিনি জাগো নিউজকে জানান, মূল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রঙের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা, ওজনে কারচুপি করা, অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির মতো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিয়াজুড়ি, পালপাড়া ও বুড়িচং উপজেলার ভরাসার বাজার এলাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ভোক্তা অধিদফতর থেকে জানানো হয়।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।