ব্রাহ্মণবাড়িয়ায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৩৭৮৩ জন
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ এপ্রিল থেকে চলছে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম। সর্বশেষ মঙ্গলবার (৪ মে) পর্যন্ত টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩৩ হাজার ৭৮৩ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, ‘করোনার ভ্যাকসিন প্রদান শুরু হওয়ার পর প্রথম ধাপে জেলা সদরসহ ৯টি উপজেলায় প্রথম ধাপের ডোজ নিয়েছিলেন ৬৮ হাজার ৪২৯ জন। এরপর গত ৮এপ্রিল থেকে প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়। এখন প্রথম ডোজ দেয়া আপাতত বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজ দেয়া অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ‘মঙ্গলবার পর্যন্ত জেলার সদর উপজেলায় ১৩ হাজার ৩৮ জন, কসবায় ৩ হাজার ৪২ জন, নাসিরনগরে ২ হাজার ৪৪৯ জন, বিজয়নগরে একহাজার ৫৮৩ জন, বাঞ্ছারামপুরে ২ হাজার ১৭৭ জন, নবীনগরে ৩ হাজার ৪৭৪ জন, সরাইলে ৩ হাজার ১৫ জন, আখাউড়ায় একহাজার ৮৭২ জন ও আশুগঞ্জে ৩ হাজার ১৩৩ জন করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। ভ্যাকসিনের প্রথম ডোজের রেজিস্ট্রেশন পুনরায় শুরু হলে তা আবার দেয়া হবে।’
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম