বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করলেন নোয়াখালী মেয়র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৫ মে ২০২১

করোনাভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে অসহায়দের শ্বাসকষ্টজনিত সমস্যার সহায়তায় বিনামূল্যের অক্সিজেন ব্যাংক চালু করেছে নোয়াখালী পৌরসভা।

বুধবার (৫ মে) সকালে এ সেবার উদ্বোধন করেন নোয়াখালী পৌরসভার মেয়র শহিদুল্লাহ খান সোহেল।

এসময় তিনি বলেন, পৌরসভার নিজস্ব ভবনে প্রাথমিকভাবে তার নিজস্ব অর্থায়নে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এ মানবসেবার ব্যাংক চালু হলো। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বাড়ানো হবে।

jagonews24

মেয়র বলেন, ‘মহামারি করোনাভাইরাসে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে কোনো রোগী যেন মারা না যায়, সেজন্য আমি আমার পৌরসভার নাগরিকদের জন্য প্রাথমিকভাবে এ কার্যক্রম শুরু করলাম।’

অনুষ্ঠানে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তারা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নোয়াখালী জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন সাত হাজার ৬৭১ জন। আর মারা যান ১১৪ জন। আক্রান্তের হার ৯ দশমিক ৪৪ ভাগ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৯ ভাগ।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।