ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:১২ পিএম, ০৫ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন যাত্রী।

বুধবার (৫ মে) দুপুর ২টায় ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী সিএনজি অটোরিকশাটি যাত্রী নিয়ে উপজেলার চান্দুরা যাচ্ছিল। পথিমধ্যে সিলেটগামী একটি ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক যুবক নিহত হন এবং তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে এবং সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।’

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।