পুত্রবধূর ওপর অভিমান করে শাশুড়ির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৫ মে ২০২১
ফাইল ছবি

বগুড়ার শেরপুরে ছেলের বউয়ের ওপর অভিমান করে রোকেয়া বেগম (৪৮) নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। বুধবার (৫ মে) সকালের দিকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রোকেয়া বেগম উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের ফিরোজ আলীর স্ত্রী।

নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধান কাটা শ্রমিকদের খাবার রান্না করা নিয়ে ছেলের বউয়ের সঙ্গে রোকেয়া বেগমের বাগবিতণ্ডা হয়। এসময় ছেলে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ করেননি। এতে অভিমান করে মঙ্গলবার (৪ মে) সকালের দিকে নিজ বসতবাড়ির একটি শয়নকক্ষে গিয়ে বিষপান করেন। ঘটনাটি তার পরিবারের লোকজন জানতে পেরে দ্রুত উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রামজীবন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবার ও স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।