পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১১ পিএম, ০৬ মে ২০২১
ফাইল ছবি

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের ছোবাহান আকনের ছেলে মনির আকন (৩৫) এবং পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের শাহজাদা তালুকদারের ছেলে ও পানপট্টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান (১৪)।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ছোট চৌদ্দকানি গ্রামে বাড়ির পাশে পানের বরজে কাজ করা অবস্থায় মনির আকন ও একই সময়ে উত্তর পানপট্টি গ্রামে বিলের মাঝে ডাল তুলতে গিয়ে মোস্তাফিজুর রহমানের মৃত্যু হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জেবিন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।